“কি” শব্দটির অর্থ
04 Nov 2019 19:00
shixiang wu
New Memberপ্রায় বন্ধুরা:
৷ আমি একজন চীনা মানুষ। এখন বাঙালি ভাসা
শিখছি।
এমন একটি অনুচ্ছেদ আছে।
“বাবার কাছে থেকে পাওয়া সম্পত্তি সব বিক্রি করে টাকাপয়সা নিয়ে ছেলেটি দূর দেশে চলে গেল।
তখন ঐ দেশে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল।
সেখানে ঠিকমতো খেতে পেত না।
এমন সময় তার বাবার ভালোবাসার কথা তার মনে পড়ল।আর সে কি না ক্ষুধার জ্বালায় মরছে! তখন সে ঠিক করল যে,সে বাবার কাছে ফিরে যাবে।”
৷৷৷ আমার প্রশ্ন :
৷৷ ” সে কি না ক্ষুধার জ্বালায় মরছে! ” বাক্যটির অর্থ কি?
Biju
New Memberসে খেয়ে না খেয়ে, অত্যন্ত কষ্টে জীবন-যাপন করছে।
niha raj
New Membero
nepal sd
New Memberপ্রাণস্ফূত
nepal sd
New Membero
প্রাণস্ফূত এর অর্থ কি